প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার উখিয়া উপজেলা ইনানি নিবাসী ইসলামী ছাত্রশিবির কক্সবাজার সরকারি কলেজের সাবেক সভাপতি শহীদ আবু নাছেরের বড় ভাই মরহুম আবুল কালাম আজাদ এর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।
জানাযায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
জানাযা পূর্ব সমাবেশে বক্তব্যকালে মুহাম্মদ শাহজাহান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আরো বলেন, আমাদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, এই বিশ্বাসেই আমাদের চলতে হবে। মরহুম আবুল কালাম আজাদ একজন নিরহংকার, ধর্মপ্রাণ ও সদালাপী মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন আদর্শ মানুষকে হারিয়েছে।
জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের বড় ছেলে ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আবু সায়্যিদ মুহাম্মদ সায়েম।
উক্ত জানাজায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহম্মদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান এড. শাহ জালাল চৌধুরী, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট সলিমুল্লাহ বাহাদুর, উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, উপজেলা বিএনপি সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, হাশেমিয়া আলীয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, মরহুমের ছোট ভাই আবুল আলা, সাবেক ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম,
জানাযায় স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।