যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক বিক্রমপুর-মুন্সিগঞ্জবাসীদের উপস্থিতিতে গত সোমবার পূর্ব লন্ডনের ‘MAYFAIR VENUE’ তে অনুষ্ঠিত হলো মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসীদের মিলন মেলা “বিক্রমপুর উৎসব ২০২৪”।
মেলার আয়োজন করে ‘মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ইউকে’ ও ‘প্রজন্ম বিক্রমপুর ইউকে’।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুরের কৃতি সন্তান আন্তর্জাতিক সাঁতারু ইংলিশ চ্যানেল বিজয়ী মোশাররফ হোসেন খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BARKING & DAGENHAM এর মেয়র মইন কাদরী, ENFIELD এর মেয়র মোঃ আমিরুল ইসলামসহ আরও অনেক সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হালিম বেপারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজন্ম বিক্রমপুরের ইউকে এর সভাপতি গাজী মোহাম্মদ ফারুক।
অনুষ্ঠানের শুরুতেই কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য ক্রেস্ট প্রদান করা হয়। লন্ডনের বিখ্যাত শিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের নৃত্য, কবিতা আবৃত্তি, অনুষ্ঠানের শেষে ছিল লাকি কুপন ড্র।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, ‘গ্রেটার ঢাকা ক্লাব ইউকে’, ‘ঢাকা ডিভিশন অ্যাসোসিয়েশন ইউকে’, ‘প্রিয়জন ইউকে’, ‘সর্ব ইউরোপিয়ান বাংলাদেশ কমিউনিটি জিবি’, ‘ডার্টফোর্ট হেলথ ওস্পোর্টস ক্লাব কেন্ট’ ও ‘বিক্রমপুর কালচারাল সমিতি ইউকে’।