মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান, চট্টগ্রাম
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত মানবতাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত ঈদুল আযহা পরবর্তী এতিমখানা শিক্ষার্থীদের নিয়ে ফুড ইভেন্ট কর্মসূচির অংশ হিসেবে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাউজান শাখার উদ্যোগে এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
রাউজান সদর এতিমখানা ও হেফজখানা প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাউজান শাখার আহবায়ক মোহাম্মদ জহিরুল আলমের সভাপতিত্বে ও সচিব মোহাম্মদ রবিউল হোসেন রবির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকীব, সিনিয়র সহ সভাপতি মঈনুদ্দীন জামাল চিশতী,কিংডম পরিবারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিউল ইসলাম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সচিব আরিয়ান কবির ইরফান, সংগঠক ইরফান মনির জামাল,মোহাম্মদ সায়মন, সদস্য মোহাম্মদ সাকলাইন সহ অন্যন্যা কর্মকর্তা সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি বলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সারা দেশে শাখা ভিত্তিক যে মানবিক কর্মকাণ্ড করছেন তা সত্যিই প্রশংসার দাবিদার এবং স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ভবিষ্যতে যেকোন মানবিক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।