মাঈনুল ইসলাম,চট্টগ্রাম :
যুব রেড ক্রিসেন্ট ডাঃ ফজলুল হাজেরা ডিগ্রী কলেজ ইউনিট এর উদ্যোগে ১ম বারের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয় অত্র কলেজ মাঠ প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ ফজলুল হাজেরা ডিগ্রী কলেজের মাননীয় অধ্যক্ষ মোঃ আসলাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার নাথ, প্রভাষক ইংরেজি বিভাগ মোহাম্মদ শহীদুল্লাহ্, ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মো.জসিম উদ্দীন, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর রক্ত বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) জনি চৌধুরী, সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান আবু নাইম তামজিদ এবং প্রচার-প্রকাশনা বিভাগীয় উপ-প্রধান কৃষ্ণ দাশ।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন যুব সদস্য তানভীর আহমেদ মাহিন, মোঃ খুরশিদ আলম সুমন, সব্যসাচী দেবনাথ, ইয়াসমিন আক্তার দিলশাদ, শারমিন আক্তার মনিশাসহ ৪০ জন যুব সদস্য উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে মোট ৩০ ব্যাগ রক্ত এবং ৭০ রক্তের গ্রুপ নির্নয় সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০