বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা যুবলীগের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গোমদণ্ডী ফুলতল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি হাজী আাবদুল মান্নান রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা
জাহেদুল হক।
প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র মো. জহুরুল ইসলাম, আবছার হিরা, শফিকুল ইসলাম, মো. শফিউল আলম, এস এম জাকারিয়া, শাহাদাত কবির বাহাদুর, রাজু দাশ হিরু, মিজানুর রহমান সেলিম, ইকবাল হোসেন তালুকদার, এস এম বোরহান উদ্দিন, হাসেম সিদ্দিকী, হাবিবুল্লাহ খান সোহেল, নিজাম উদ্দিন মাস্টার, রাসেল তালুকদার, শাহাদাত হোসেন, আসাদুজ্জামান হাসান, মোঃ সরোয়ার আলম, নুর মোহাম্মদ, সাদেক হোসেন, সমিরণ চক্রবর্তী, নাসিম চৌধুরী, শহিদুল ইসলাম, মিজানুর রহমান বাপ্পি, মুজিবুর হক রুশ্নি, ইকরামুল হক মুন্না, মাহবুবুল আলম রাসেল, জাবেদ হোসেন প্রমুখ।
সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।