বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালীতে আলহাজ্ব এম,এ হাশেম ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ৬টি দুস্থ পরিবারের মাঝে নতুন নির্মাণকৃত বসতঘর হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) বিকেল ৪টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ৬টি পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান পৌরমেয়র মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, শাহাদাত হোসেন, নুর হোসেন, শফিকুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া, চেয়ারম্যান এস এম জসিম, মোহাম্মদ মোকারম, শফিউল আজম শেফু, শেখ শহিদুল আলম, সাংবাদিক সিরাজুল ইসলাম, কাজী শারমিন সুমি প্রমুখ।
শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদের খতিব মাওলানা ইলিয়াছ সিকদার।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০