ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

বিএমএসএস আয়োজিত ওয়াক দ্য টক ২০২৪ : বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের বৃহত্তম ইভেন্ট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ

Link Copied!

রবিউল হাসান,চট্টগ্রাম:

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি (বিএমএসএস) ১১ জুলাই ২০২৪-এ বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ‘ওয়াক দ্য টক’ নামে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশ এর সহযোগিতায় এই উদ্যোগে দেশের আটটি বিভাগের ৪০টি মেডিকেল কলেজের ৫০০০ মেডিকেল শিক্ষার্থীর অংশগ্রহণে এটি বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা সংগঠিত সবচেয়ে বড় ইভেন্ট। এই বছরের ইভেন্টের থিম ছিল ‘সুস্থ জীবন, সুস্থ পরিবার’।

চট্রগ্রামে ইভেন্টটি দুপুর ৩টায় চট্রগ্রাম মেডিকেল কলেজ শুরু হয় এবং ৫টায় র‍্যালি হয়ে চকবাজার প্যারেড গ্র্যাউন্ড পর্যন্ত প্রায় ৫৫০ মেডিকেল শিক্ষার্থী এবং অতিথিরা হাঁটেন। ইভেন্টটি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট অতিথিদের দ্বারা অলংকৃত হয়েছিল : চট্রগ্রামের মাননীয় মেয়র মো: রেজাউল করিম চৌধুরী, ডব্লিউএইচওর ইপিআই রিজিওনাল ডিরেক্টর ডাক্তার ইমং চৌধুরী, চট্রগ্রাম মেডিকেল কলেজ এর মাননীয় অধ্যক্ষ ডাক্তার শাহিনা আখতার ও উপাধ্যক্ষ ডাক্তার হাফিজুল ইসলাম , হল প্রভোস্ট ডাক্তার রেহনুমা উর্মি ।
প্রোগ্রামটি অতিথিদের বক্তব্যের মাধ্যমে শুরু হয়, যেখানে তারা জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। ডব্লিউএইচওর ডাক্তার ইমং চৌধুরী জনসংখ্যা স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক প্রচেষ্টার উপর জোর দেন, আর মাননীয় মেয়র জনশক্তি বাড়ানোর এই প্রচেষ্টায় মেডিকেল শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। বক্তব্য শেষে, অংশগ্রহণকারীরা মেডিকেল কলেজ অডিটরিয়াম থেকে প্যারেড গ্রাউন্ড পথে যাত্রাশুরু করে। এই পদযাত্রার লক্ষ্য ছিল সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা।

এরসাথে মেরিন সিটি মেডিকেল কলেজ লোকাল কমিটি কর্তৃক মেধাভিত্তিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।কাজী শাহাদাত উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকাল কমিটির সমন্বয়ক :জুলফিকার মোমিন রাফি , লোকাল কমিটির সভাপতি আফসানা রায়হান আখিঁ , লোকাল কমিটির আরেক সচিব তানজিম মালিহা, লোকাল কমিটির যোগাযোগ ও সমন্বয়ক: ফারজাহ্ নেওয়াজ নয়ন, লোকাল কমিটির পাবলিক রিলেশন ও কমিউনিকেশন অনসূয়া সেন অবন্তী , লোকাল কমিটির বাহ্যিক বিষয়ক সাওদা ইসলাম, আব্দুল হান্নান ও শায়লা সাথে লোকাল কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রিন্টিং পার্টনার হিসেবে ছিল উদ্ভাষ-উন্মেষ এবং স্ন্যাকস পার্টনার হিসেবে ছিলো পেডিকেয়ার হসপিটাল ও ন্যাশনাল হসপিটাল।

ডব্লিউএইচওর সহযোগিতায় বিএমএসএস-এর সফলভাবে এত বড় আকারের একটি ইভেন্ট সংগঠিত করার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যমান উন্নয়নের প্রতি সম্মিলিত অঙ্গীকার প্রদান করে।

239 Views

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২