বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার নির্বাহী কমিটির এক সভা আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে (স্বাধীনতা) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরুল আকতারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার কমিশনার মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, সংগঠনের সদস্য প্রধান শিক্ষক তাপস ঘোষ, কামরুল হাসান, নজির আহমদ, নুরুল হুদা চৌধুরী, হারুন অর রশীদ, মোহাম্মদ ইলিয়াস, সুমন কুমার দাশ, সুমী বড়ুয়া, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন, মো. ফারুক ইসলাম, রণী সেন, সোমনাথ চৌধুরী, প্রজীব কুমার বড়ুয়া প্রমুখ।
সভায় বিগত সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, স্কাউট সমাবেশ, কাব ক্যাম্পুরি, উপজেলা পর্যায়ে পিএস ও শাপলা কাব এওয়ার্ড মূল্যায়ন-২০২৫ এর তারিখ নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।