নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে বরগুনাতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) ববরগুনা জেলা আওয়ামীলীগের প্রধান কর্যলয়ে ছাত্রলীগের এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসংস্থান বিষয়ক উপ- সম্পাদক খাদিমুল বাশার জয়। অারো উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর হোসাইন, সহ-সভাপতি অানিসুজ্জামান তুহিন, সহ-সভাপতি ইমরান হাসান মান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন সোহাগ, সহ সভাপতি রিসাদ হাসান প্রিন্স, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম তুহিন, ক্রিয়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, শিক্ষা ও পাঠচক্র উপ- সম্পাদক সুমন রায়, উপ সমাজসেবা সম্পাদক জসিম উদ্দিন সৈকত, জেলা ছাত্রলীগ কর্মী ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারন সম্পাদক ফাহাদ হাসান তানিম। বাংলাদেশ ছাত্রলীগের মেডিকেল টিম পটুয়াখালী মেডিকেল কলেজ এর জহিরুল ইসলাম জসীম, তানভীর সিদ্দিক অনিক, রাশেদুল ইসলাম রাফি, শফিকুল ইসলাম শাওন, দিপ্ত নারায়ন ভূইয়াসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে দেশের দক্ষিণ-অঞ্চলে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ সামগ্রী বিতরণ ও জরুরি স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচির লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ১১টি টিম গঠন করা হয়। ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি টিমের সাথে রয়েছে একটি করে মেডিকেল টিম।