আবু বক্কর ছিদ্দিক:
দক্ষিণ এশিয়ার বৃহত্তর সমবায় সমিতি , কক্সবাজারের বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রী-বার্ষিক নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্টিত হবে । এ উপলক্ষ্যে বিভিন্ন প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে নির্ঘুম রাত কাটাচ্ছেন । জেলার বৃহত্তর উপকূলীয় অঞ্চল বদরখালী বাজার সহ পুরো ইউনিয়ন জুড়ে চেয়ে গেছে পোষ্টার আর ব্যানারে । যার যার প্রার্থী সমর্পকের মাঝে চলছে এলাকায় এলাকায় মিছিল মিটিং । ২৭ সেপ্টেম্বর শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারাণা । এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম খায়রুল বশর এর আন্তরিকতা ও এলাকার জনসাধারণ সহ অত্র সমিতির সভ্য আর পোষ্য গনের চেষ্টা ও অনুরোধে শেষ প্রচারনার দিন ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সব প্রার্থীগনকে এক মঞ্চে উপস্থিত করে সমিতির উন্নয়নের স্বার্থে কথার বলার এবং ২৮ তারিখের নির্বাচন পরবর্তী কোন ধরনের রেষারেষি না করা সহ জয় পরাজয় মেনে নিয়ে সমিতির পক্ষে কাজ করার অনুরোধ জানান । এ সময় প্রার্থীরাও যে যার মত করে সমিতির উন্নয়নের জন্য সব বেদাভেদ ভুলে গিয়ে জয় পরাজয় মেনে নেবেন বলে বিশাল জনসভা উপস্থিত লোকজন কে আশ্বস্থ করেছেন ।