স্টাফ রিপোর্টার : মির্জা নাদিম
সারাদেশে চলছে তীব্র তাপদাহ খেটে খাওয়া পথচারী মানুষের জীবন দুর্বিষহ। তীব্র তাপদাহে কিছুটা যেন স্বস্তি পায় পথচারীরা সেই লক্ষ্য ২৯ শে এপ্রিল রবিবার ফেনী শহরের বিভিন্ন স্হানে পথচারীদের মাঝে খাবারের পনি স্যালাইন সহ ক্যাপ বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখা।
এই সময় উপস্থিত ছিলেন ফেনী শহর শাখা জামায়াতে ইসলামী’র আমীর জনাব ইলিয়াসুর রহমান, উপস্থিত ছিলেন ফেনী শহর শাখা শিবিরের সভাপতি শরিফুল ইসলাম সহ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীগন।
এই সময় উপস্থিত পথচারীদের মাঝে বক্তব্য দিতে গিয়ে ফেনী শহর শাখা জামায়াতে ইসলামী’র আমীর জনাব ইলিয়াসুর রহমান বলেন, সারাদেশে অনেক বেশি তাপদহন চলছে এমত অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের করণীয় কিছু নেই। আমরা বেশি কিছু করতে পারছি না আপনাদের জন্য সামান্য খাবারের পানি স্যালাইনসহ কিছু ক্যাপ নিয়ে আসছি। দোয়া করি আল্লাহ যেন এমন তাপদহন থেকে আমাদেরকে মুক্তি দান করেন।
ফেনী শহর শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা আনুষ্ঠানিকতা ছাড়া গত কয়েকদিন শহরের বিভিন্ন স্হানে পথচারীদের মাঝে খাবারের পানি স্যালাইন ক্যাপ বিতরণ করে যাচ্ছি। তীব্র তাপদাহে যেন পথচারীরা একটুখানি স্বস্তি পায় আমাদের সামান্য পানি স্যালাইন ক্যাপ উপহারে সেই লক্ষ্য আমাদের এমন আয়োজন।