আরিফ ইকবাল নূর :
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের মাসিক সাধারণ সভা শুক্রবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি মোঃ মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোঃ মিনহাজ তৌকি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলমঙ্গীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলাউদ্দীন। উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার ঢাবি, জাবি, জবি এবং বুয়েট-এ অধ্যয়ণরত শিক্ষার্থীবৃন্দ।
সকল সদস্যদের উপস্থিতিতে উক্ত সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়-
১. তিন পার্বত্য জেলা থেকে ঢাবি, জাবি, জবি, বুয়েট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তদের তথ্য সংগ্রহ করা।
২. “সভেনিয়র” এর জন্য সকল সদস্যদের তথ্য এবং লেখা সংগ্রহ করা। প্রতি ইয়ার থেকে তিনজনকে দায়িত্ব প্রদান করা হয় সদস্যদের তথ্য ও লেখা সংগ্রহ করার জন্য।
৩. পার্বত্য টিভি নিয়ে আলোচনা করা হয়।
এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন গুরুত্ববহ সিদ্ধান্ত গ্রহন করা হয়।