ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ

পটিয়ার খিল্লাপাড়া আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের সুন্নী কনফারেন্সে বক্তারা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ৬:১১ অপরাহ্ণ

Link Copied!

*আ’লা হযরতের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য উন্নয়ন সঞ্জীবনী*

হিজরী ১৪শ শতাব্দীর মুজাদ্দিদ, ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহি আলাইহি’র স্মরণে আ‘লা হযরত সুন্নী কনফারেন্স ২০২৪ আলোচনায় বক্তারা বলেন, আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভি রহমাতুল্লাহি আলাইহি একজন আলেম তথা ইসলামী শিক্ষায় দারুণ পন্ডিত্বের পাশাপাশি ছিলেন জ্ঞান-বিজ্ঞানের অনাবিষ্কৃত বিশ্বকোষ। জ্ঞান-বিজ্ঞানের পঁচাত্তরোর্ধ বিষয়ে দেড় সহস্রধিক মৌলিক গ্রন্থ রচনা করে তিনি দুনিয়াবাসীকে সত্যের দিশা দিয়ে গেছেন। তাঁর লেখনি সমগ্র বিশ্বের চলমান সংকট থেকে মুক্তির পাথেয় উল্লেখ করে বক্তারা সৃজনশীল, জ্ঞানময়, মানবিক ও দরদী সমাজ গঠনে আ‘লা হযরত চর্চা আজ সময়ের দাবি বলে মত প্রকাশ করেন।

চট্টগ্রামের পটিয়ার কেলিশহর খিল্লাপাড়া আ’লা হয়রত (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে ইসলামে প্রথম খলিফা হযরত আবু বকর (রাঃ)’র ফাতেহা শরীফ ও ইমামে আহলে সুন্নাত, আ’লা হযরত শাহ ইমাম আহমদ রেযা খাঁন ফাজেলে বেরলভী (রহ.) এর ১০৬ তম ওরসে আ’লা হযরত উদযাপন উপলক্ষে ২১তম আ’লা হযরত সুন্নী কনফারেন্স ২০২৪ গত শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচির পূর্বাহ্নে খিল্লাপাড়া এলাকার শিশু-কিশোরদের অংশগ্রহণে স্কুল – কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে হামদ্, নাত, কেরাত, কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের পর্ষদ জয়নাল আবেদীন হৃদয়ের পরিচালনা আয়োজিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা শাহ্ হোসাইন সাগর, প্রথম আলো পটিয়া বন্ধুসভার সভাপতি ফারুক আহমদ, বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মাহেনুর আলম আজাদী।

বিকেলে সভাপতি হাফেজ শহীদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটিয়া প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আবদুর রাজ্জাক। সংগঠনের উপদেষ্টা শাহ্ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমাজ সচেতনতামূলক রক্ত ব্যবস্থাপনা বিষয়ক বক্তব্য রাখেন রক্তদাতা সংগঠণ ব্লাড ফ্রেন্ড সোসাইটি ও চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক মোঃ মঈনুল ইসলাম, যুব উন্নয়ন ও সমাজিক কাজে যুবদের অংশগ্রহণের গুরুত্বারোপ নিয়ে বক্তব্য রাখেন প্রথম আলো পটিয়া বন্ধুসভার সভাপতি ফারুক আহমদ, সাংগঠনিক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পরিধি, বিগত সালের উন্নয়নমূলক কাজের বর্ণনা নিয়ে আলোচনা করেন, সাধারণ সম্পাদক নাসু আলম ও প্রচার সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ।

আলোচনা শেষে স্কুল কলেজ পর্যায়ে বিভিন্ন বিভাগে অংশগৃহণকৃত ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ও অন্যান্য মেধা মূল্যায়নে সর্বমোট ৭০ জন প্রতিভাবান শিক্ষার্থীর মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অতঃপর সন্ধ্যায় অনুষ্ঠিত সুন্নী কনফারেন্সের উদ্বোধনী বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহ আল-কাদেরী (মাঃ জিঃ আঃ)। এতে আলোচক ছিলেন পীরজাদা হযরত মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী (মাঃ জিঃ আঃ), বিশিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার হযরত মাওলানা বাহাউদ্দীন কাদেরী (মাঃ জিঃ আঃ)। অন্যান্যদের মধ্যে তাৎপর্যপূর্ণ আলোচনা উপস্থাপন করেন উপস্থিত মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আল-কাদেরী (মাঃ জিঃ আঃ), মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম রেজবী (মাঃজিঃআঃ). হাফেজ মোহাম্মদ ইরফান হোসেন (মাঃজিঃআঃ) প্রমুখ। মাহফিলের সায়ান্তে আ‘লা হযরত রচিত মানবতার মহান দূত মহানবী মুহাম্মদ (সঃ)’র শানে মিলাদ অতঃপর আখেরী মুনাজাতের পর তাবারুক বিতরণ করা হয়।

88 Views

আরও পড়ুন

চকরিয়া পৌরসভার উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কক্সবাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

শান্তিগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

উখিয়ায় অপহরণের ৮ দিন পর অপহৃত রোহিঙ্গা শিশু মুক্তিপণ দিয়ে ফিরেছে

টেকনাফে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নৌকা জব্দ,রোহিঙ্গাসহ আটক-৬

জীববৈচিত্র্য রক্ষায় সম্মাননা স্মারকে ভূষিত হলেন রেঞ্জ কর্মকর্তা হাবিব

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির হাতে ১০হাজার ইয়াবাসহ ১জন পাচারকারী আটক !!

সীমান্তে অপরাধপ্রবণতা বন্ধে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জলে ও স্থলে জিম্মি : অসহায় মহেশখালীবাসী।

জামালপুরের আন্তঃনগর তিস্তা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে আছে লাইনে ট্রেন চলাচল বন্ধ