জাহিদুল ইসলাম পলাশ, বরিশাল জেলা প্রতিনিধি।
আজ ৩০শে সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল চারটায় নবগঠিত বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার “মাসিক সভা” নগরীর ডিসি ঘাট সংলগ্ন ‘দি রিভার ভিউ’ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্ণর, বরিশাল মহানগর শাখার সভাপতি আলহাজ্ব আবু মাসুম ফয়সাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল চন্দ্র মুখার্জি, মোঃ রউফুল ইসলাম নোমান, মোঃ ওয়াজেদ হোসেন চৌধুরী, নির্বাহী সভাপতি রেজিন উল কবির, সহ-সভাপতি নাজমুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার মিন্টু, নির্বাহী সাধারণ সম্পাদক মোঃ হাদিসুর রহমান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান হোসেন অনি,সহ- সাধারণ সম্পাদক বিপ্লব হালদার,মনিরুল ইসলাম, মোঃ ফেরদাউস ইসলাম,এইচ এম রনি, সাংগঠনিক সম্পাদক এস এম নাঈম ঢালী, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম পলাশ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হাসিবসহ দেড় শতাধিক মানবাধিকারকর্মী।
নির্বাহী সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে একজন মানবাধিকার কর্মী হিসেবে আমাদের কী কী করণীয় সে বিষয়টি আলোচনার মাধ্যমে অত্যন্ত সুনিপুণভাবে সবার মাঝে তুলে ধরেন।
অনুষ্ঠানে আবু মাসুম ফয়সাল গত কমিটির খরচসহ সকল বিবরণী তুলে ধরেন ও বর্তমান কমিটির সদস্যদের নিয়ে আগামীতে বিভিন্ন প্রোগ্রাম সফল করার জন্য রুপরেখা তুলে ধরেন। এছাড়া আগামী মিটিং এ গরীব,অসহায় মানুষদের মাঝে সেলাই মেশিন ও পঙ্গুদের জন্য হুইল চেয়ার প্রদানের উদ্যোগ নেন।
উপস্থিত বক্তারা বলেন, অসহায় মানুষদের সহায়তার জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার সদস্যবৃন্দ সদা জাগ্রত রয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবেন।