সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামায়াতে ইসলামী বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন।
২০ ডিসেম্বর, শুক্রবার সকালে উপজেলা জামায়াতের অফিস হলরুমে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ আবদুল হান্নান এর সভাপতিত্বে, সাধারণ সাইফুল ইসলামের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শাহ আলম।
মেহমান হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের সুরা সদস্য আব্দুস সালাম আল মাদানি,সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য উপাদক্ষ মাও,আব্দস সাত্তার।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির ডা: হারুনুর রশীদ,উপজেলা সেক্রেটারি মাও: দেলোয়ার হোসেন, সহ সেক্রেটারি মাও সিদ্দিকুল ইসলাম, প্রফেসর জাহারুল ইসলাম, ছাতক উপজেলা ফেডারেশন এর সভাপতি মিজানুর রহমান প্রমুখ
অতপর জেলা সহ সভাপতি শাহ আলম
কমিটির ৩৫ সদস্যদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করা হয়।