সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঝাঁকঝমকপূর্ন আয়োজনের মধ্যদিয়ে নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির প্রথম ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটারদের শতস্ফুর্ত ভাবে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন উপলক্ষে পুরো এলাকায় এক অনাড়ম্বর পরিবেশের সৃষ্টি হয়েছিলো।
মোট ১২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে এতে ডা:আব্দুস সহিদ মোটরসাইকেল মার্কায়-১০৭ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্ধী প্রার্থী মুহিবুর রহমান পেয়েছেন-৮৬ টি ভোট , সহ-সভাপতি পদে মাও সাইফুর রহমান মোমবাতি মার্কায় -১১৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্ধী নুর আহমদ ছাতা মার্কায় -৭৬ টি ভোট পেয়েছেন,সাধারণ সম্পাদক পদে গাজিজুর রহমান দোয়াত কলম মার্কায় -১০৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,নিকটতম প্রতিদ্বন্ধী শফিকুল ইসলাম বাইসাইকেল মার্কায় ৬০ টি ভোট ও শাহ আলম কাপ পিরিচ মার্কায় ২৫ টি ভোট পেয়েছেন ,কোষাধ্যক্ষ পদে আব্দুল করিম- টিউবওয়েল মার্কায়- ১০৭ টি ভোট নির্বাচিত , তার প্রতিদ্বন্ধী ফারুক মিয়া তালা মার্কায় -৮৫ টি ভোট পেয়েছেন।
বাকি তিনজনের ১ সহসাধারণ সম্পাদক ও ২ জন নির্বাহী সদস্য হিসেবো বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, এবার মোট ভোটার সংখ্যা ১৯৯ ।
এরমধ্যে মোট ভোট কাস্টিং হয়েছে ১৯৩ টি।ভোট গ্রহণের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।