ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

দুরন্ত মাদারীপুর কর্তৃক ইসলামি সংঙ্গীত প্রতিযোগিতার আয়োজন : পুরস্কার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ

Link Copied!

মফিজুল ইসলাম সৌরভ, মাদারীপুর।

দুরন্ত মাদারীপুর কর্তৃক ইসলামি সংঙ্গীত প্রতিযোগিতার আয়োজন, পুরস্কার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত ২২শে ফেব্রুয়ারী ২০২৪ রোজ বৃহস্পতিবার বিকাল ০৩:৩০ ঘটিকায় লেক ভিউ পার্টি সেন্টারে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উক্ত আয়োজনে দুরন্ত মাদারীপুর এর সিনিয়র সহ-সভাপতি জহিরুজ্জামান জুয়েল বাঘার সভাপতিত্ব শুরু হয।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদরে সমাজসেবা কার্যলয়ের অফিসার শ্যামল পান্ডে ও বিশেষ অতিথি ছিলেন নিউজ ২৪ এর সিনিয়র সাংবাদিক বেলাল রেজভী, উপদেষ্টা মিজানুর রহমান, সোহেল খান, মাওলানা ফয়সাল মাহমুদ, মাওলানা শাহজালাল এবং প্রধান সমন্বয়ক টি এম কবির হোসেন।

সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ এর সঞ্চালনায় পবিত্র কুরআন শরীফ তেলওয়াত এর মাধ্যমে আয়োজন শুরু করা হয়।

প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বাংলা অনুবাদ সহ পবিত্র কুরআন শরীফ, মগ এবং মেডেল বিতরণ করা হয়।

বিতরণ শেষে উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সোহেল খানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর ক্যান্সার আক্রন্ত রোগী কে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক বেলাল রেজভী বলেন –
“দুরন্ত মাদারীপুর ২০১৬ সাল থেকে আজ অব্দি মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে সক্রিয় থেকে সমাজের জন্য অনেক ভালো ভালো কাজ উপহার দিয়েছেন।”

মাওলানা ফয়সাল মাহমুদ তার বক্তৃতায় বলেন”
দুরন্ত মাদারীপুর এর সামাজিক সেবামূলক কার্যক্রম এবং ইসলামের জন্য এভাবে কাজ করা সত্যি খুবই প্রশংসনীয় কাজ। মাদারীপুর জেলায় সর্ব প্রথম গজল প্রতিযোগিতার আয়োজন এই দুরন্ত মাদারীপুর এর হাত ধরে শুরু হয়েছে আশাবাদী এই ধারা অব্যাহত থাকবে।

উপদেষ্টা বিশিষ্ট সমাজ। সেবক সোহেল খান বলেন,
“দুরন্ত মাদারীপুর এর সামাজিক সেবামূলক কার্যক্রম আগে দূর থেকে দেখেছি আজ খুব কাছ থেকে দেখেছি আমার খুবই ভালো লাগছে।

দুরন্ত মাদারীপুর এর উপদেষ্টা হিসেবে আমি রমজান মাসে কুরআন শরীফ তেলওয়াত প্রতিযোগিতা আয়োজন করার আহবান করছি পাশাপাশি সকল সেবামূলক কার্যক্রমে সক্রিয় থেকে সমাজের জন্য মানুষের জন্য কাজ করে যেতে চাই।

এরপর প্রধান সমন্বয়ক টি এম কবির হোসেন তার বক্তব্য দুরন্ত মাদারীপুর এর সেবামূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং ভবিষ্যৎ এ দুরন্ত মাদারীপুর এর সামাজিক সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ।

পরিশেষে প্রধান অতিথি শ্যামল পান্ডে তার বক্তৃতায় বলেন, মাদারীপুর জেলায় অনেকগুলো সামাজিক সংগঠন দেখেছি কিন্তু দুরন্ত মাদারীপুর এর মতো এত কাজ কোন সংগঠনকে করতে দেখিনি। মাদারীপুর জেলার সর্বশ্রেষ্ঠ সামাজিক সংগঠন দুরন্ত মাদারীপুর এতে কোন সন্দেহ নেই। দুরন্ত মাদারীপুরকে দ্রুত নিবন্ধন করার সকল দায়িত্ব আমার। এরপর প্রধান সমন্বয়ক সকলকে ধন্যবাদ দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

টি এম কবির হোসেন এবং সাগর আহমেদ এর অক্লান্ত পরিশ্রম, রাকিব হাসান বকুল, মফিজুল ইসলাম সৌরভ এবং রাশেদুল ইসলাম রাশেদ সহযোগীতায় উক্ত আয়োজন সফলভাবে শেষ হয়।

437 Views

আরও পড়ুন

উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড পেলেন ১৪০ জন উদ্যোক্তা

উদ্যমিতা যুব সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’তে নতুন অধ্যক্ষের যোগদান

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের সময় এখনই

জবিস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণের আহ্বায়ক নুরে আলম সদস্য সচিব ফরহাদ

দুই কোটি টাকার লোহা লংকর গোপনে বিক্রি দেয়ার অভিযোগ সরকারি কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে

টঙ্গী’র এরশাদ নগরের সন্ত্রাসী কামুর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জামালপুর হসপিটালে দুর্বৃত্তদের হামলা ভাংচুরের প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন 

এরশাদ নগরের শৃঙ্খলা ও মাদক নির্মূল নিয়ে কাজ করবেন যুবদল নেতা কামাল হোসেন আজাদ

শান্তিগঞ্জে হাওরের ১০০ বছর ও আমাদের করণীয় শীর্ষক কর্মশালা