জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কমিটির সভাপতি আলহাজ্ব শাহাবদ্দিন (৩য় ব্যাচ, ভূগোল, ধামরাই উপজেলা), সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (১৫ ব্যাচ, ইতিহাস, সাভার উপজেলা) এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম খান জুয়েল (২৪ ব্যাচ, ইতিহাস, কেরাণীগঞ্জ উপজেলা) নির্বাচিত হয়েছেন। পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৩.৩০ মিনিটে সেমিনার রুম, জহির রায়হান মিলনায়তন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এই কমিটি ঘোষিত হয়।
এসময় নবনির্বাচিত সদস্যরা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা জেলা সবসময় সকল জাবিয়ানদের পাশে থাকবে।
জাবিয়ানদের ব্যক্তিগত সমস্যা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সহ সব কাজে সবসময় পাশে থাকবে। বিশ্ববিদ্যালয়ের যে কোন গঠনমূলক কাজে পাশে থাকার অঙ্গীকার করেন। ঢাকা জেলার সকল জাবিয়ানদের সাথে নিয়ে একটি শক্তিশালী এসোসিয়েশন গঠন করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।