ছাতক প্রতিনিধি::ছাতকে তালামীযের উদ্যোগে সুবিধা বঞ্চিত পথ শিশুদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। গতকাল ১০ নভেম্বর বিকেলে যামানার শ্রেষ্ট মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র.)এর নিজ হাতে গড়া সুন্নী ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উপজেলা (উত্তর) শাখার উদ্যোগে গোবিন্দগঞ্জে এ খাবার পরিবেশন করা হয়।
এসময় সুনামগঞ্জ জেলা আল ইসলার সাধারণ সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোস্তাক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ আবুল ফদ্বল ত্বাহা, জেলা তালামীযের অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাতক উপজেলা উত্তর শাখার সভাপতি অালী অাহমদ নাঈম,
খরিদিচর আলিম মাদ্রাসা তালামীযের সভাপতি সিদ্দিকুর রহমান রিপন, ধারণ আঞ্চলিক শাখার সভাপতি ঈমাদ উদ্দীনসহ বিভিন্ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##