ঢাকাশুক্রবার , ২৬ জুলাই ২০২৪
  1. সর্বশেষ

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ মে ২০২৪, ১০:০১ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার, কক্সবাজার। 

সারাদেশে চলছে প্রচণ্ড তাপদাহ  ও তীব্র গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। এই গরমে একটু স্বস্তি দিতে কক্সবাজার জেলার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও পথচারীদের মাঝে  বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন বাংলাদেশের প্রথম  পরিবেশবাদী ছাত্র ও যুব সংগঠন  গ্রীন ভয়েস কক্সবাজার জেলা।  

রবিবার  দুপুর সাড়ে ১১টা থেকে ১ টা পর্যন্ত  জেলার পুরাতন শহিদ মিনার (গুনগাছতলা)  বাসস্ট্যান্ড মোড়, জেলা পরিষদ প্রাঙ্গণ,ও  জেলা সদর হাসপাতাল রুটে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এছাড়া প্রায় ৪ শতাধিক  জন শ্রমিক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন  গ্রীন ভয়েস কক্সবাজার জেলা ।

গ্রীন ভয়েস কক্সবাজার জেলার এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছে রিকশাচালক সহ সর্বস্তরের মানুষ তাদের মধ্যে থেকে একজন রিকশাচালক ভাই বলেন, প্রচণ্ড তাপ ও তীব্র গরমের কারণে ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বের হচ্ছে না। পেট তো আর এসব বোঝে না। তাই রিকশা নিয়ে রাস্তায় বাহির হয়েছি। সকাল থেকে যাত্রীও তেমন পাচ্ছি না।গুন গছতলা   মোড়ে  বসে আছি, এমন সময় হঠাৎ আমার হাতে পানির বোতল  ও খাবার  স্যালাইন তুলে দিলেন গ্রীন ভয়েস এর বন্ধুরা। আমি খুব খুশি। আমি গ্রীন ভয়েস কক্সবাজার জেলার সকল  বন্ধুদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাদের ভালো রাখেন। 

গ্রীন ভয়েস কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা জনাব আদনান সাউদ বলেন, তীব্র গরম ও প্রচণ্ড তাপদাহে পুড়ছে সারাদেশ। এ সময় সবচেয়ে কষ্টে থাকে রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই আমরা গ্রীন ভয়েস এর পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে অল্প পরিসরে হলেও বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন ব্যবস্থা করেছি।কক্সবাজার জেলার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে।

গ্রীন ভয়েস কক্সবাজার জেলার সভাপতি জাবেদুল আনোয়ার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা জনাব আদনান সাউদ বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিফাতুজামান নিলয় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি এস এম আকিবুল ইসলাম জেলা  নেতা মোহাম্মদ  আরাফাত,মাজহারুল ইসলাম,সোহানা কুমকুম নাবিলা,সাবনুর,নাজিমা আক্তার বেবি,সিটি কলেজ সাধারণ সম্পাদক  হুমায়ুন মোস্তফা হিমু,মোস্তফা কামাল,আব্দুল আজিজ বাবু,আরিফুল ইসলাম সহ বিভিন্ন স্তরের দায়িত্ব প্রাপ্ত সবুজ যোদ্ধারা উপস্থিত ছিলেন।

101 Views

আরও পড়ুন

ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা : ৫ শিক্ষার্থী আহত

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রত্যাহার 

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার।

কোটার আ‌ন্দোল‌নে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি, হল ত্যাগের নির্দেশ।

আবাসিক হল বন্ধ ঘোষণার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল।

শিবপুরে কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে কর্মীর ছুরিকাঘাতে নেতা জখম ও রক্তাক্ত

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, স্থগিত বৃহস্পতিবারের এইচএসসি পরিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবির বঙ্গবন্ধু হলের পকেটগেট বন্ধ করলো প্রশাসন