শামসুল হুদা লিটন:
কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বৃহত্তম ও ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান চরবাঘুন গণপাঠাগার ও সমাজকল্যাণ সংঘের আয়োজনে ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে নগদ অর্থ,বই ও সনদ বিতরণ করা হয়।
এ সংগঠন প্রতিবছরই কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার স্কুল ও মাদরাসার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে।
সম্প্রতি চরবাঘুন গণপাঠাগার সংলগ্ন ঈদগাহ মাঠে ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন চরবাঘুন গণপাঠাগারের প্রধান উদ্যোক্তা, তারাগঞ্জ অঞ্চলের আলোকিত সোনার মানুষ, সাবেক অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ, তারাগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামসুল হুদা লিটন।
গণপাঠাগারের সভাপতি আশরাফউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মাষ্টার ও সেলিম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মওলানা হারুন অর রশিদ মোল্লা, ফিরোজ উদ্দিন সরকার সহ পাঠাগারের নেতৃবৃন্দ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।