সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া:
চকরিয়া শহীদ মিনার এলাকা পরিস্কার করলো পরিবর্তন চাই এর উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় বিজয় মঞ্চ সংলগ্ন চকরিয়া শহীদ মিনার এলাকা পরিস্কার অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র জনাব আলমগীর চৌধুরী । পরিবর্তন চাই চকরিয়ার সমন্বয়ক এইচ এম রুহুল কাদেরের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সায়েদ হাসানের নেতৃত্বে সদস্যরা ,বিএনসিসি চকরিয়া কলেজের সার্জেন্ট মিনারুল হকের নেতৃত্বে বিএনসিসি,বমুবিলছড়ি রক্তদান সংগঠনের নুরুল আবছার,টিআইবি ইয়েস সদস্য আরমান মাহমুদ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ । এসময় পৌর মেয়র জনাব আলমগীর চৌধুরী বলেন,পরিস্কার পরিচ্ছন্ন ঈমানের একটি অংশ, নিজের এলাকা নিজ হাতে পরিস্কার করতে পারাটা গর্ভের বিষয়, তাই সকলে নিজেদের আঙ্গিনা নিজেরা পরিস্কার রাখার চেষ্টা করি,এতে করে চলমান ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে।