জাবেদুল আনোয়ার :
সামাজিক স্বেচ্ছাব্রতী কর্মকান্ডে, পরহিতে, পরার্থপরতায় যাতে আমাদের তরুণ সমাজ জেগে উঠতে পারে সেজন্য দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরিবেশবাদি যুব সংগঠন গ্রীন ভয়েস।দেশের মানুষের সহযোগিতায়, সহায়তায়, অর্থায়নে গ্রীন ভয়েস তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বর্তমানে গ্রীন ভয়েসের কর্মকান্ড দেশের নানা শিক্ষাঙ্গনে দ্রুত বিকশিত ও বিস্তৃত হচ্ছে। নানামুখি উদ্ভাবন আর উৎসাহে এই সামাজিক স্বেচ্ছাব্রতি কাজে দেশের তরুণ সমাজকে আমরা আরও বেশি সম্পৃক্ত করতে চাই। সেজন্য চাই সবার সহযোগিতা-সহায়তা।
গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আলমগীর কবীর বলেন আমরা বিশ্বাস করি জনঅর্থায়ন ও গণসহযোগিতাই আমাদের সামাজিক উদ্দীপনাকে এ জায়গায় নিয়ে এসেছে।
তাই দেশের সকল শ্রেণী-পেশার মানুষের জাগ্রত হৃদয়ের কাছে আমাদের আবেদন, গ্রীন ভয়েসের কর্মকান্ড পরিচালনা ও বিস্তৃতির জন্য আপনাদের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিন।
আপনাদের মুষ্টি, মুষ্টি আর্থিক সহায়তাই আমাদের পাথেয়।
কোন গ্রান্ট, অনুদান, বিদেশি সাহায্য নয়-জনঅর্থায়নেই স্বাধীনভাবে, আনন্দময় পথে পরিচালিত হতে চায় গ্রীন ভয়েস। সেটাই গ্রীন ভয়েসের মূল স্পিরিট।
তিনি বলেন ইতোমধ্যে আমরা বেশ কিছু সুহৃদ, শুভানুধ্যায়ীর আর্থিক সহায়তা পেয়েছি।আপনারাও আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দিন।
আমরা কথা দিচ্ছি সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই জনঅর্থায়নের প্রতিটি টাকা ব্যয় করা হবে।
আহবানে-
আলমগীর কবীর
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক, গ্রীন ভয়েস
যোগাযোগ:-
মোনসাফা- বিকাশ নং -০১৭৩৫৮৮৩৮০৯
হুমায়ন কবির সুমন- বিকাশ নং – ০১৭১০৫৫৯৫০১
আলমগীর কবির বিকাশ নং – ০১৭১২১২১২২১
ফোন- ০১৭১২১২১২২২
ইমেইল-greenvoice05@gmail.com