গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার সম্পাদক মুহা. আজিজুর রহমান আজাদ।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর শিবিরের সভাপতি মুহা. রেজাউল ইসলাম ও সেক্রেটারি মুহা. জাকির হোসাইন বক্তব্য দেন। সভাপতিত্ব করেন মহানগর শিবিরের মিডিয়া ও প্রচার সেক্রেটারি মো. নাজমুস সাকিব।
ইফতার পূর্ব আলোচনায় বক্তারা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বস্তুনিষ্ঠ ও ন্যায়সংগত সংবাদ পরিবেশন সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতবিনিময়ে অংশ নেন- গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুটু, সেক্রেটারি শাহ সামসুল হক রিপন, সহ-সভাপতি মো. রেজাউল বারী বাবুল, সাবেক সভাপতি নাসির আহমেদ, বিশিষ্ট সাংবাদিক বেলাল হোসেন, মো. আজিজুল হক, অধ্যাপক শামসুল হুদা লিটন। প্রমুখ।
অনুষ্ঠানে শিবির নেতারা সত্য সংবাদ প্রচারের গুরুত্ব তুলে ধরে বলেন, তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরে সাংবাদিকদের গুজব রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় শতাধিক সাংবাদিক অংশ নেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।