ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ

গাজীপুরে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫, ৬:৩৭ পূর্বাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন:

গাজীপুর জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার বিকেলে শেষ হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ গত শনিবার শুরু হয়। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করা হয়।

‘সাংবাদিক ইউনিয়ন গাজীপুর’ এর মাধ্যমে “সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ” এর সমাপন অনুষ্ঠানে সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। প্রশিক্ষক মোহাম্মদ শাহ্ আলম সৈকতের সার্বিক পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুর’র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ্ রিপন, শরীফ আহমেদ শামীম, আমিনুল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের যুগ্ম সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, দৈনিক বাংলা ভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার, জাকির হোসেন কামাল, আব্দুল কাইয়ুম, আব্দুল মালেক, আসাদুজ্জামান আকাশ, রেজাউল বারী, আব্দুল আলীম অভি প্রমুখ।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষক হিসাবে ছিলেন বার্তা সংস্থা এএফপির সিনিয়র সাংবাদিক কদরুদ্দিন শিশির, গঠনমূলক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষক চ্যানেল ২৪.কম এর সাংবাদিক ফয়সাল আলম, মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষক বিডি নিউজ ২৪.কম এর সাংবাদিক শাফাত রহমান এবং পিআইবির মোহাম্মদ শাহ্ আলম সৈকত। প্রশিক্ষণে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের পঁয়ত্রিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

108 Views

আরও পড়ুন

মুসলিম মণিপুরি সম্প্রদায়ের ৮ মুহাদ্দিস মাওলানাকে পাগড়ি পরিয়ে সম্মাননা

পেকুয়ায় ৪জন লবণ চাষিকে কু’পিয়ে জ’খম

মাহফুজুল হক রিফাত এর প্রথম বই “লিথাল”

ফুল টাইম করেন আওয়ামী রাজনীতি, পার্টটাইমে তারা সরকারি বেতনভুক্ত কর্মচারী

সাজেকে পর্যটকবাহী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে আহত-৩

কাপাসিয়ায় আওয়ামী লীগের ১২ নেতা-কর্মী গ্রেফতার

এমসি কলেজে দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা ও সনদ বিতরণ

শান্তিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

শান্তিগঞ্জে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা

পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ

সিবিআইইউতে আইন বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্টিত