ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

কলম বিডি নিউজ ও কলম টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ফেব্রুয়ারী, (সোমবার) বিকাল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাব “এস রহমান হল ” মিলনায়তনে কলম বিডি নিউজ ও কলম টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দিন রাজু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কলম বিডি নিউজ ও কলম টিভির প্রধান সম্পাদক ও কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শিবলী আল সাদিক, লেখক,সাংবাদিক ও কলম বিডি নিউজ ও কলম টিভির উপদেষ্টা মোহাম্মদ কামরুল ইসলাম, কলম সাংবাদিক ইউনিটের আহ্বায়ক ক ম জামাল উদ্দিন, রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী সহ প্রমূখ।

রুনা বড়ুয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কলম বিডি নিউজ ও কলম টিভির পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোছেন, বেলাল হোসেন সিরাজী, আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম এর আহবায়ক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, সদস্য সচিব মোহাম্মদ ফজলুর রহমান, কলম একাডেমি লন্ডনের বাংলাদেশ শাখার সভাপতি করুনা আচার্য, ফেনী জেলা শাখার সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, গাজীপুর জেলার সভাপতি কায়দে আজম, কলম বিডি নিউজ এর বিশেষ প্রতিনিধি যীশু সেন, ফারদিন রাফি, স্টাফ রিপোর্টার বাবর মোনাফ, আনোয়ারা প্রতিনিধি শেখ আব্দুল্লাহ শেখাব।

আরো উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি মাহফুজুল ইসলাম, শাহারুখ ইমতিয়াজ, রাউজান প্রতিনিধি শাহাদাত হোসেন সাজ্জাদ।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক তাই প্রথমে সর্বপ্রথম সাংবাদিকদের আত্মসমালোচনা করা শিখতে হবে। জ্ঞান চর্চা করতে হবে গবেষণা করতে হবে, মানুষের কল্যানের কথা সবার আগে তাদেরকে ভাবতে হবে। দুঃখজনক হলে ও সত্য প্রকৃত জ্ঞান অর্জন না করে সুশিক্ষায় উচ্চ শিক্ষিত না হয়ে সাংবাদিক হওয়া বা নিজে দাবী করা গ্রহনযোগ্য নয়। তিনি সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

প্রধান আলোচক বলেন, ভোগবাদী এই সমাজ ব্যবস্থায় সবাই যেন ভোগ করতে উঠেপড়ে লেগেছে, সবাইকে ভোগ করতেই হবে এই মানসিকতা কাজ করছে। আজ দেশীয় সংবাদপত্রের গতানুগতিক যে ধারা বহমান তা থেকে বেরিয়ে সংবাদ কাঠামোর নতুন ধারা সৃষ্টি করার ইচ্ছা থাকলে তা যেন অসম্ভব হয়ে পড়ছে তার কারন অল্প শিক্ষিত, দূনীতি গ্রস্হ লোকজন এই দেশের সংবাদপত্রে পুনর্বাসিত হয়েছেন।

তিনি আরও বলেন, সংবাদিকতা পেশাকে মানুষ আজও অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে। দেশ, জাতি নয়, বিশ্ব উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারেও সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত।

মোঃ কামরুল ইসলাম বলেন, সাংবাদিকতা করা মানে মানবতার অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করা। একজন সাংবাদিক যদি এটা ভাবেন আমি সাংবাদিক, আমার হাতে কলম আছে, কাগজ আছে, তাই যা খুশি লিখবো, সবার মাথা আমি কিনে নিয়েছি এমন ভাবা সাংবাদিকতা নয়। তিনি আরও বলেন, আমার, আপনার লেখার স্বাধীনতা মানে অন্যের অধিকার, সামাজিক অবস্থান, মান-সম্মানকে উপেক্ষা করা নয়। ফলে অনেকে সামাজিক রাজনৈতিক বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবাইকে সৎ, সতর্ক হয়ে সাংবাদিকতা করার আহবান জানান। সভাপতি সকলের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সম্মানিত অতিথিদের নিয়ে কলম বিডি নিউজ ও কলম টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

125 Views

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

শান্তিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটি পূর্ণগঠন

চকরিয়ায় হাইওয়ে পুলিশের গাড়ি খাঁদে পড়ে নিহত-১

গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি’র বাধা, আহত ১০

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

জামালপুরে ইফতার কম পড়ায় মারামারি, সাংবাদিকসহ ৬ জন আহত

আতিক সুজনের কবিতা : আছিয়া

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আদমদীঘিতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

আইএমসি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলেন সাধারণ শিক্ষার্থীরা

সোনাগাজী বগাদানা ইউনিয়নে তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ায় সাংবাদিকদের সম্মানে সাকিবের উদ্যোগে ইফতার মাহফিল