–গোলাম মোস্তফা টুটুল
.
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কনশিয়াস সোসাইটির উদ্যোগে অসহায়, দরিদ্র্য, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার ০৩ জানুয়ারি বিকেলে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
কনশিয়াস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মিন্টু আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনশিয়াস সোসাইটির আহবায়ক মোঃ রুহুল আমীন ।
তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন থেকেই কনশিয়াস সোসাইটি সামাজিক সচেতনতা তৈরি এবং আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। মূলত সামাজিক সচেতনতা তৈরির কাজ করলেও আমরা মনে করি শিক্ষা যেমন মানুষের একটি মৌলিক অধিকার, তেমনি বস্ত্রের অধিকারও একটি অত্যাবশ্যকীয় মৌলিক অধিকার। তাই আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্নক চেষ্টা করেছি সমাজের অসহায় শীতার্ত মানুষদের মাঝে খানিকটা উষ্ণতার পরশ বুলিয়ে দিতে।’
তিনি বলেন, ‘কনশিয়াস সোসাইটি সব সময় আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনশিয়াস সোসাইটির যুগ্ম আহবায়ক ইমাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কনশিয়াস সোসাইটির সদস্য আবু সালাম, মোঃ সুমন, আবু সুফিয়ান প্রমুখ।
উল্লেখ্য, কর্মসূচি কনশিয়াস সোসাইটির যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ঘোষণা করেন সংগঠনের সকল ইউনিটের পক্ষ থেকে সপ্তাহ ব্যাপী শীতবস্ত্র বিতরণ করা হবে।