নিজস্ব প্রতিবেদক :
দ্বীপ কালচারাল একাডেমী মহেশখালী কর্তৃক আয়োজিত ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং চট্টগ্রাম চকবাজার শাখার সহযোগিতায় ২০২৪ সালের এইচএসসি ও আলিম পরিক্ষার্থীদের নিয়ে এক দোয়া অনুষ্ঠান গতকাল ২০ জুন বৃহষ্পতিবার স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
এতে আরো উপস্থিত ছিলেন হোয়ানক কলেজের প্রফেসর ফরিদ আহমদ, উপস্থিত ছিলেন পুঠিবিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক জি এম ইয়াসিন আরাফাত, উপস্থিত ছিলেন এইচ এম ইব্রাহিম কোরাইশী,শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিচালক শিল্পী আবদুল গফুর।
প্রধান বক্ততা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফারুক মোহাম্মদ ইসহাক। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কলাকৌশল উপস্থাপন করেন, এ কলাকৌশল গুলো ভালোভাবে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার এক মাত্র প্লাটফর্ম হচ্ছে ফোকাস।
প্রধান অতিথি বলেন তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে আমাদের মহেশখালীর সম্মান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, তার জন্য তোমাদের অনেক অধ্যবসায় করতে হবে।
এতে দ্বীপ কালচারাল একাডেমির পরিচালক মোস্তফা কামালের সঞ্চালনায় ও নির্বাহী পরিচালক এম খালেদ সাইফুল্লাহ এর সমাপনী বক্তব্যে দোয়া অনুষ্ঠান সমাপ্ত হয়।