শাহারিয়ার সানভি, চট্টগ্রাম সিটি প্রতিনিধি
আগামী নভেম্বরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে বর্ধিত সভায়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরের দোস্ত বিল্ডিংয়ের সংগঠন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ সালামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ।
সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আওতাধীন যে সব উপজেলায় এখনো সম্মেলন হয়নি নভেম্বরের আগে তাদের সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয় এবং নভেম্বরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।