ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল লিডারশীপ কার্নিভাল – ২০১৯’

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ নভেম্বর ২০১৯, ৬:৫৪ অপরাহ্ণ

Link Copied!

হাসান তামিম, বিশেষ প্রতিবেদক :

জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে তরুণদের নেতৃত্বের বিকাশ ও সমাজ তথা দেশ পরিবর্তনে তরুণদের ভূমিকা ও সম্পৃক্ততা বৃদ্ধি করণের লক্ষ্যে আগামী ২৯শে নভেম্বর ২০১৯, শুক্রবার ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল লিডারশীপ কার্নিভাল ২০১৯’। কার্নিভালের সার্বিক সহযোগিতায় রয়েছে- ইউকে এইড এবং মানুষের জন্য ফাউন্ডেশন।

এই কার্নিভালের মূল উদ্দেশ্য হলো- দেশের যুবসমাজকে একত্রিত করে নেতৃত্বের গুণাবলি সম্পর্কে অবহিত করা এবং দেশে বিদ্যমান সামাজিক সমস্যাসহ সকল সমস্যা মোকাবেলায় উদ্ভুদ্ধ করে ধর্ম নিরপেক্ষ, বৈষম্যহীন, দারিদ্রমুক্ত ও শান্তি-সমৃদ্ধির বাংলাদেশ গঠনে ভূমিকা রাখা। এই কার্নিভালের বিভিন্ন সেশনে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং তরুণ প্রজন্মের চিন্তাশীলতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ থেকে শুরু করে নেতৃত্বের গুণাবলিতে বলীয়ান হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার ব্যাপারে আলোচনা হবে।

উক্ত কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি, মোঃ হায়দার আলী খান, এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, ফারুক আহমেদ, ডিরেক্টর জেনারেল, ডিপার্টমেন্ট অব ইয়ুথ ডেভেলপমেন্ট, মোঃ হাসান আব্দুল্লাহ তৌহিদ, সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারী, মিনিস্ট্রি অব ফরেন এফেয়ার্স, ডাঃ এ কে এম ইকরামুল হোসেন, এডভাইজার, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, নিহাদ কবীর, প্রেসিডেন্ট, এমসিসিআই এবং জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সভাপতিত্ব করবেন- শাহিন আনাম, এক্সিকিউটিভ ডিরেক্টর, মানুষের জন্য ফাউন্ডেশন।

উক্ত কার্নিভালে বিভিন্ন সেশনের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- রুবানা হক, প্রেসিডেন্ট, বিজিএমইএ, প্রীত রেজা, গুডউইল অ্যাম্বাসেডর, অ্যাকশন এইড বাংলাদেশ, আরিফ আর হোসাইন, প্রতিষ্ঠাতা, আমরাই বাংলাদেশ, আব্দুল্লাহ আল মামুন, ডিরেক্টর, সেইভ দ্য চিলড্রেন এবং রেজওয়ানুল করিম, প্রজেক্ট কো-অর্ডিনেটর, মানুষের জন্য ফাউন্ডেশন।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মাহমুদা আফরোজ লাকী, এডিশনাল ডেপুটি কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মুজাহিদ আল বেরুনী সুজন, ডিরেক্টর, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড, ডাঃ জাহিদুর রশিদ সুমন, সিইও, সিমুড ইভেন্টস-সহ আরো অনেকে।

কার্নিভালের অংশগ্রহণকারীরা সৃষ্টিশীল চিন্তা-ভাবনার তরুণ ও সংগঠনের সাথে সংযোগ স্থাপন করা থেকে শুরু করে নেতৃত্ব বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে এবং ‘কমিউনিটি চেঞ্জ মেকার কম্পিটিশন’, ‘ইয়ুথ অলিম্পিয়াড’, ‘তোমার চোখে তারুণ্য ফটো কন্টেস্ট’ ও ‘আই এ্যাম বাংলাদেশ ফটো কন্টেস্ট’-এ অংশগ্রহণের সুযোগ পাবে। সমগ্র বাংলাদেশের প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয় হতে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের ৩৫০ এর অধিক তরুণ-তরুণী এই উৎসবে অংশগ্রহণ করবে।

175 Views

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেল পাঙাল সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থী তামান্না

সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সুবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

কমলগঞ্জের তামান্না রেজা চান্স পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে

মাছের চর ও কাকড়ার চর দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ,

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: নীরব মহামারির পথে?

টেকনাফে অপহৃত উদ্ধার,অস্ত্র-গুলিসহ অপহরণকারী চক্রের এক সদস্য আটক

নার্সিং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট বলা মূর্খতা 

নব প্রতিষ্ঠিত কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

কানাডার জীবন: নেতিবাচক দিক

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি অটোরিকসা ও পিক-আপ’র মুখোমুখী সংঘর্ষে নারীসহ নিহত-৬

ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র
এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ২০২৫