তাওহীদ জিহাদ :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী শহর শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষাণ্মাসিক) নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার এক জরুরি সদস্য সমাবেশে এই নেতৃত্ব গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিছবাহুল করিমের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মাজেদুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং সাংবিধানিক শপথ পাঠ করান প্রধান অতিথি নূরুল ইসলাম সাদ্দাম।
পরে নবনির্বাচিত সভাপতির পরামর্শে সেলিম উদ্দিনকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
সমাবেশের শেষাংশে নতুন নেতৃত্বের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।