মো. সাইফুল ইসলাম(ভোলা প্রতিনিধি):-
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মাঠে গত -২০ অক্টোবর মহান আল্লাহ ও হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষেভ সমাবেশে অনাকাঙ্খিত ঘটনায় নিহত মাহাফুজ, শাহিন ও রায়হান এর পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেছেন।
বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় ভাওয়ালবাড়ি হিন্দু পল্লির সত্য প্রসাদ দে, রাজিব চন্দ্র দে, নারায়ন চন্দ্র দে, কাজল চন্দ্র দে ও প্রতিমা ভাংচুর করা মন্দিরে আর্থিত সহায়তা করেন। শুক্রবার বিকালে ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অফ ইউ এস এ, ইনক‘র প্রতিনিধি দলের আমেরিকান প্রবাসি হাসাননগর ইউনিয়নের মোঃ রুহুল আমিন ভূইয়া এ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন টবগী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ এনামুল করিম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হেলাল উদ্দিন নয়নসহ স্থানীয় গন্য-মান্য ব্যক্তিবর্গ।