ফারুক আজম :
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান রিভেট কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের ১২ জন উদ্ভাবনী সামাজিক উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন মহেশখালী উপজেলার মাতারবাড়ীর কৃতি সন্তান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ইউছুফ মুন্না ।
রিফ্লেকটিভ টিনস কিশোর-কিশোরীদের সৃজনশীলতার বিকাশ ও পরিচর্যা নিয়ে কাজের স্বীকৃতির অংশ হিসেবে কার্যক্রম প্রসারের জন্য আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন রিভেট ।
এর আগে কিশোর-কিশোরীদের সৃজনশীলতা বিকাশে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে “ডায়না অ্যাওয়ার্ডে” ভুষিত হন মোঃ ইউছুফ মুন্না ।
মোঃ ইউছুফ মুন্না’র বাড়ী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায়। তার পিতার নাম ডা: মোঃ এয়াকুব আলী। তিনি মাতারবাড়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি অফিসার ।