ঢাকাশনিবার , ১৪ জুনe ২০২৫
  1. সর্বশেষ

শিক্ষা বিস্তারে বিশেষ অবদানে শেরে-বাংলা গোল্ডেন মেডেল পেলেন চকরিয়ার সুপার মাও: মো: আবুল হোছাইন আনসারী

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০১৯, ২:২১ পূর্বাহ্ণ

Link Copied!

সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া :

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড” পদকে ভুষিত হয়েছেন কক্সবাজারের অন্যতম সফল শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া উম্মাহাতুল মোমেনীন মহিলা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ আবুল হোছাইন আনসারী। শেরে-বাংলা এ কে ফজলুল হক এর ১৪৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে শেরে-বাংলার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গত ২৫অক্টোবর রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রিম কোর্টের মাননীয় সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জল ইসলাম উক্ত সম্মাননা এ্যাওয়ার্ড তুলে দেন। শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক গঠিত জুরিবোর্ড সমীক্ষার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কক্সবাজার জেলা থেকে মাওলানা মোহাম্মদ আবুল হোছাইন আনসারীকে মনোনীত করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি নিজামুল হক নাসির, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সহসভাপতি এড্ আদিা আঞ্জুম মিতা এমপি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য প্রফেসর ড. মো: কামাল উদ্দিন আহমদ, রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ড. জসিম উদ্দিন আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলা ভীশনের উপদেষ্টা ড. আবদুল হাই সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও শেরে-বাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। এছাড়াও অনুষ্ঠানে শেরে-বাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মনজুর হোসেন ঈশা ও মহাসচিব মো: আর কে রিপনসহ সকল কর্মকর্তা এবং সারাদেশ থেকে আগত গুনীজন এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ্যাওয়ার্ড প্রাপ্ত চকরিয়া উম্মাহাতুল মোমেনীন মহিলা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ আবুল হোছাইন আনসারী চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর শাম্মীরপাড়া গ্রামের মৌলভী বাড়ির মরহুম মাওলানা এমদাদ আহমদ ও নুর জাহান বেগমের পুত্র। সম্মাননা প্রাপ্তিতে অনুভুতি প্রকাশ করে মাওলানা মোহাম্মদ আবুল হোছাইন আনসারী বলেন, সবার সহযোগিতায় অতীতের মতো সামনের দিনগুলোতেও শিক্ষা বিস্তারে কাজ করতে চাই। মেধানির্ভর লেখাপড়ার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এদিকে “শেরে-বাংলা এ কে ফজলুল হক” এ্যাওয়ার্ড সম্মাননা পদকে ভুষিত হওয়ায় চকরিয়া উম্মাহাতুল মোমেনীন মহিলা দাখিল মাদরাসা পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।##

189 Views

আরও পড়ুন

ফেব্রুয়ারিতে নির্বাচন, ইউনূস-তারেক বৈঠকে সিদ্ধান্ত

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

বিমান দুর্ঘটনায় প্রিয় মানুষ হারালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত

লন্ডেন বৈঠকে ড. ইউনূস-তারেক রহমান

ইসরাইলে ইরানি ড্রোন হামলার খবরে সাইরেন বাজলো জর্ডানে!

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বাঘেরিও নিহত

যুদ্ধের দামামা
এবার ইসরায়েলে ইরানের হামলা শুরু

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত

কেমন কেটেছে মেডিকেল শিক্ষার্থীদের ঈদ আনন্দ

ভারতে বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানায় সিলগালা, একজকে তিন মাসের কারাদণ্ড

সুরাজপুর – মানিকপুর ইউনিয়নে পাহাড়ের মাটি বিক্রির প্রতিবাদ করায় ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলা