নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নজরুল কলেজ মার্কেটের পাশে আব্দুল কাদের আকন্দের ছোট্ট একটি পানের দোকান। পান, চা আর সিগারেট বিক্রি করে চলে তার সংসার। স্কুলের গণ্ডি পেরোনোই তাদের পরিবারে সৌভাগ্যের বিষয়। সেই ভাঙা ঘরে আলো জ্বালিয়েছে তার ছেলে পিয়াল। তিনি এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩০তম স্থান দখল করায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
পিয়াল তার পরিবারের সাথে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মেদারপাড় গ্রামে বসবাস করেন। তার স্কুলজীবন শুরু স্থানীয় শুকতারা বিদ্যানিকেতনে। তিনি ময়মনসিংহের স্বনামধন্য বিদ্যাপিঠ সরকারি আনন্দ মোহন কলেজের ছাত্র। পিয়াল এমবিবিএস ভর্তি পরীক্ষার ৮৪ নম্বর পেয়ে জাতীয় মেধায় ৩০তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজে।
মেহেদী হাসান আকন্দ পিয়াল বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া ও বাবা-মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের চেষ্টা ও দোয়ার কারণেই আজ এতদূর আসতে পেরেছি। জাতীয় মেধায় ৩০তম হওয়া অনেক বড় অর্জন।