ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

একজন মহৎ ও প্রিয় মানুষের জন্য দুয়া চাই

প্রতিবেদক
নিউজ এডিটর
১৪ জুলাই ২০২১, ৯:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

“জন্ম হয়েছে সকলের মৃত্যুর অপেক্ষায়”তবুও মানব আমরা মরিতে নাহি চাই”।শুরুতে বলবো মহান আল্লাহর নিকট “হে পরোয়ার দেগার রব্বুল আলামীন আমরা মানবজাতি তোমার সৃষ্টি কূলের মধ্যে সেরা জাতি ও সবকিছুর উপরে।তুমি আমাদের মানবজাতিকে সৃষ্টির সেরা উপাধিতে ভূষিত করেছো যে কথা তুমি তোমার শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফের আয়াতে উল্লেখ করে দিয়েছো।তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ জানাই তুমি সৃষ্টি জাহানের সকল মানবজাতিকে সবসময় সুস্থ্য ও সুখে শান্তিতে রেখো।আমরা সকলে তোমার নিকট সবসময় আমাদের সকল ধরনের গুনাহের জন্য ক্ষমা চাইছি তুমি আমাদের সকলকে সকল ধরনের গুনাহের হাত থেকে রক্ষা করো ও সকল গুনাহ মাফ করে দাও।আমিন ইয়া রব্বুল আলামীন।

আমি যার কথা বলবো সে সত্যিই একজন গুণী ও ভালো মানুষ যার সঙ্গে পরিচয় হয়েছে অল্প কিছু দিন আগ থেকে যখন আমি ঢাকা থেকে গাজীপুর আসি।বড়ই হাসিখুশি মনের মানুষ হলেন মোঃ রাজিবুল ইসলাম রাজিব ভাই।তিনি কখনও যদি আমাকে দূর থেকে দেখতে পেতেন তখন‌ই দাড়িয়ে পিছন থেকে ডাকতে শুরু করতেন এবং ডেকে বলতেন “ফিরোজ ভাই নাকি?ভাই কেমন আছেন?

কোথায় যাচ্ছেন?বাসার সবাই ভালো আছেন?এভাবে পারিবারিক খোঁজ খবর নিতেন অবশেষে হাসি মুখে বলতেন ভাই আমাদের বাড়িতে বেড়াতে আইসেন।এই কথাগুলো অনেক সুন্দর করে হাসিখুশি মুখে বলতেন কথাগুলো শুনে সত্যিই আমি অপার দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে থাকতাম দৃষ্টিহীন ভাবে আজ হঠাৎই শুনতে পেলাম (রাজিবুল ইসলাম রাজিব)ভাই বেশ কিছু দিন থেকে গুরুতর অসুস্থ অবস্থায় দিন-রাত অতিবাহিত করছেন। মোঃ রাজিবুল ইসলাম রাজিব ভাই একজন ব‍্যবসাহিক এছাড়াও তিনি গাজীপুর সিটির ৩২ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতির পদপ্রার্থী।তার অসুস্থতার খবর শুনে অনেক নেতা কর্মীরা তার বাড়িতে গিয়ে দেখা করেন এবং তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

এরই মধ্যে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল ভাই ও গাছা থানার আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আমিন উদ্দিন সরকার ভাই সহকারে অনেক গুনীজন মোঃ রাজিবুল ইসলাম রাজিব ভাইকে দেখতে তার নিজ বাড়িতে যান তার অসুস্থতার বিষয়ে তার সঙ্গে কথা বলেন।সকলেই তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রিয় ভাই ও প্রিয় ব‍্যক্তি মোঃ রাজিবুল ইসলাম রাজিব ভাইয়ের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করছি যেনো মহান আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থতা সাফায়েত দান করেন আমিন ইয়া রব্বুল আলামীন।

কবিতার কথামালায় সুস্থতা কামনা করছি

“তুমি সুস্থ্য হয়ে যাবে”
তুমি ভোরের সূর্য ওঠার মতোই
হেসে উঠবে
তুমি কোনো চিন্তা করোনা?কেমন?
তোমার সামান্য ঠাণ্ডা লেগেছে ভেবো?
ভয় নেই তোমার?
মহান আল্লাহ তায়ালা অবশ্যই
তোমাকে দ্রুত সুস্থ্য করে দিবেন।

তোমার জন্য এত্তো বিশুদ্ধ শব্দ লেখা
তোমার জন্য মোহময় ছন্দ কবিতা
তুমি খেলা করো মনের সঙ্গে হেসে হেসে
শুধু তোমার বেদনার করোটিতে
আমি অবাক হয়ে ভাবি
থমকে যায় আমার সময় ও কলম
স্তব্দ হয়ে যায় আমার সব ভাবনা
জমাট বেঁধে যায় সব চিন্তা
আমি স্হবির হয়ে যাই
আনমনা আমি শুধু ভাবি চোখ বন্ধ করে
তোমার হাসিখুশি মায়াভরা
মুখের ছবি দেখতে পাই
তুমি ভেবনা?ভয় নেই তোমার?
তুমি সুস্থ্য হয়ে যাবে।

মহান আল্লাহর কাছে প্রিয় মুখ;প্রিয় ব‍্যক্তি ও প্রিয় মানুষ রাজিবুল ইসলাম রাজিব ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

লেখক সাংবাদিক
মোঃ ফিরোজ খান
গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর-৩৩ নং ওয়ার্ড

2,353 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শান্তিগঞ্জে পাউবো কমিটির সভা অনুষ্ঠিত 

রাজশাহীতে অধ্যক্ষ পদের দ্বন্দ্বে মারামারি, থানায় অভিযোগ

ইসলামের ছায়াতলে এসে বদলে গেছেন ১৫ ক্রিকেটার 

রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার।

উখিয়ায় ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

জামায়াত একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চায়- কক্সবাজারে শ্রমিক কল্যাণের সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে–মিজানুর রহমান চৌধুরী

কৃষ্ণকুমারী গার্লস হাইস্কুলের লুৎফুন্নিছা খানম দেশসেরা অগ্রগামী শিক্ষক মনোনীত

বোয়ালখালীর শাকপুরায় সঞ্জীব-মনিবালা স্মৃতি পরিষদের বার্ষিক প্রান্তিক সন্মাননা কাল 

টঙ্গী পশ্চিম থানার ওসির সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্খার পূর্ণতা দিতে কলেজে মতবিনিময় সভা