আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক ফরহাদুল ইসলাম স্যার আর নেই। তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তার ভাড়া বাসা আদমদীঘি সদরের গোড়গ্রামে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে—-রাজিউন) তার বয়স হয়েছিল ৪৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ বহু গুনগ্রাহি রেখে গেলেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। ওইদিন বাদ আছর মরহুমের নিজ বাড়ী রানীনগর উপজেলার রাজাপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন করা হয়।