আজিজুল হক আজু:মাতারবাড়ী (মহেশখালী)
কক্সবাজার শহরের সুপরিচিত একটি ইউনিয়ন “মাতারবাড়ী’ প্রায় লক্ষাধিক মানুষের বসবাস ছোট্ট এই দ্বীপে।
এই পরিচিত দ্বীপের ছোট্ট এক শিশু ছেলে নাম:সামি(০৮+)সবারই যেমন আদরের তেমনি দুষ্টু ছেলেটি,মুখে তার হাসি লেগেই থাকে সার্বক্ষণিক, ছোট বড় সবার সাথে মিলেমিশে একাকার।
খুব ছোটবেলায় বাবা’র আদর ভালোবাসা হারায় ছেলেটি -সরে গেছে বটবৃক্ষ ছায়া,০৮ মাস বয়সে তার পিতা মৃত্যু বরং করেন।শিশু সামি একটু বড় হতেই ধরতে হয় পরিবারের হাল।
ক্ষিদের জ্বালা মেঠাতে, অসহায় – সামির মা’ মানুষের বাড়ী বাড়ী বুয়ার কাজ শুরু করে
অবলা এক শিশুটির মুখে খাবার তুলে দিতে কেবল রইল মা (ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেনো এক ঝলসানো রুটি)
বড় হতে না হতেই, অসহায় এক মায়ের শেষ সম্বল শিশুটি বের হলো জীবিকার তাগিদে, মায়ের মুখে একমুঠো খাবার তুলে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে……
কখনো চায়ের দোকান,কখনো কুলিং কর্ণার, কখনো রাস্তায় রাস্তায় ভিক্ষা করা।আবার কখনো মানুষের বাড়ি বাড়ি বাজার থেকে প্রয়োজনীয় মালপত্র পোঁছে দেওয়া।এই নিয়ে,বেশ ভালোই চলছিল তার ছোট্ট পরিবারটি।
প্রতিদিনের ন্যায় গত ২০/০৬/২০২০ইং বৃষ্টিময় দিনে, বাজার থেকে কাঁঠাল নিয়ে যাচ্ছিল একটি বাড়ীতে দশ(১০) টাকার বিনিময়ে। কাঁঠাল মালিকের বাড়ী আব্দি গেলো,গন্তব্য ও প্রায় শেষ।
এমনি সময়,হঠাৎ “পিছলা খেয়ে পড়ে গিয়ে শিশু সামি’র এক্সিডেন্ট হয়।ভেঙ্গে যায় বাম পায়ের হাড়।
লক্ষ্য করলে দেখা যাবে এক্স-রে, প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে হাড়টি। চুড়ান্ত ভাবে জানা যায়,এক্সিডেন্ট এর ছয়দিন (০৬দিন) পর এক্স-রে দেওয়ায়।
হাসপাতালের কর্মরত চিকিৎসক সাব জানিয়ে দিয়েছে এক লক্ষ(০১) টাকার মতো লাগবে সম্পন্ন চিকিৎসা খরচ।
মায়ের মুখে ভাত তুলে দিতে,শিশু ছেলেটি কাজ করে (৫০+১০০) টাকা আয় নিয়ে মা-ছেলের জীবনটা কোনমতে চলতো। এমনতর অবস্থায় তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও এলাকার বিশিষ্টজনয়েরা। মানবতার হাত বাড়িয়ে ফিরিয়ে দিন, এক অসহায় মায়ের শেষ আশ্রয়স্থল। ফিরিয়ে দিন এক ছোট্ট শিশুর আলোকিত জীবন।
সাহায্য পাঠানোর ঠিকানা :
আয়েশা বেগম মায়ের নম্বর:০১৭৭৬৪৪০৩৫৭
বিকাশ নম্বর :০১৭৩২১৪১৭৪৬
শেয়ার করার অনুরোধ,
জাতির বিবেক সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
এবং –
আমরা যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারছি না, আমরা কি পারিনা,টিকটক, ইউটিউব লিংক, প্রমোট পোস্ট, বিভিন্ন ভাল লাগা খবরের মতো এটা শেয়ার করে ছড়িয়ে দিতে??