ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
রুহিয়া থানা প্রেস ক্লাবের গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ৫ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। ১৯ জানুয়ারি (মঙ্গলবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত সদস্যদের বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো: আমিনুল হক ও সাধারণ সম্পাদক প্রভাষক মো: জাহাঙ্গীর আলম। বহিষ্কৃতরা হলেন, (১) মোঃ আব্দুল কাদের জিলানী, (২) মো: আনোয়ার হোসেন, (৩) মো: আল ফয়সাল অনিক, (৪) মো: মোস্তাফিজুর রহমান আকাশ এবং (৫) মোঃ আরিফুজ্জামান আরিফ। এ বিষয়ে রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল হক বলেন গত ০৬ জানুয়ারি/২১ ও গত ১৮ জানুয়ারি/২১ নির্বাহী পরিষদের সভায় তাদের সার্বিক কার্যক্রম উত্থাপিত হলে সংগঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপের দায়ে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এটি তারই প্রতিফলন মাত্র।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব, অনুসন্ধানমূলক, তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট |
রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com