সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
জাতীয় যুব শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহবায়ক ও সিবিএ নেতা আব্দুল হালিম শাহজাহানকে জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক পদে মনোনিত করার লক্ষ্যে সুনামগঞ্জ জাতীয় যুব শ্রমিকলীগের পক্ষ থেকে দাবী জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পৌর বিপনীস্থ যুব শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করে জেলা যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক একে মিলন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুব শ্রমিকলীগের সংগ্রামী কার্যকরী সভাপতি সুদীপ্ত দাস, সহ-সভাপতি আফজাল হোসেন, চিনুমোহন দাস, মহিলা সম্পাদিকা চাঁদনী আক্তার, সদর উপজেলা যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যুব শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহবায়ক ও সিবিএ নেতা আব্দুল হালিম শাহজাহানকে জাতীয় শ্রমিকলীগের ৯ নভেম্বর সম্মেলনে সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় যুব শ্রমিকলীগের সদস্য সচিব রফিকুল ইসলামকে যুগ্ম সম্পাদক পদে মনোনিত করার জোর দাবী জানানো হয়। আব্দুল হালিম শাহজাহান একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ ও কর্মী বান্ধব নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানে তৃনমুলের নেতৃত্বকে প্রাধান্য দেয়া হচ্ছে। আমরা চাই আব্দুল হালিম শাহজাহান ও সদস্য সচিব রফিকুলকে কেন্দ্রীয় শ্রমিকলীগের গুরুত্বপূর্ন পদে অধিষ্ঠিত করে বর্তমান সরকারের নানান উন্নয়ন কর্মকান্ড দেশ জুড়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দিবেন।