মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে সুনামগঞ্জ। প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন বলেই সুনামগঞ্জের ব্যাপক উন্নয়ন হচ্ছে। সুনামগঞ্জের প্রান্তিক মানুষের উপকার হয় এমন প্রকল্প নিয়ে গেলে সাথে সাথেই তিনি অনুমোদন করে দেন৷ যার বদৌলতে সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে, টেক্সটাইল হচ্ছে, বিশ্ববিদ্যালয় হবে। সুনামগঞ্জে আমরা আরও অনেক মেঘাপ্রকল্প বাস্তবায়ন করব। তাই আমাদের ঐক্যের কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার(২৮ এপ্রিল) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে জয়কলস, পাথারিয়া ও শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ আয়োজিত ইফতার মাহফিলে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সুযোগ্য নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। বারো তেরো বছরে যত উন্নয়ন হয়েছে বিগত ৫০ বছরেও এত উন্নত দেখেনি দেশের মানুষ। এখন মানুষের জীবনযাত্রার মান বহুদূর এগিয়ে গেছে। শিক্ষা, চিকিৎসা ও বিদ্যুতে আমরা অকল্পনীয় উন্নয়ন করেছি। তাই উন্নয়নের স্বার্থে দেশের মানুষ আওয়ামীলীগ সরকারকেই বারবার ক্ষমতায় চান।
উপজেলা আওামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিক খান, মনির উদ্দিন, সফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা তেরাব আলী, জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম, জেলা কৃষকলীগ নেতা মাসুক মিয়া, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমান,আমেরিকা প্রবাসী সুনু মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, রাজা মিয়া,রুকনুজ্জামান রুকন, পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার জান্টু,সাবেক ভাইস চেয়ারম্যান শিতাংশু শেখর ধর, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা ,উপজেলা যুবলীগ নেতা এনামুল কবীর,নুর হোসেন, মাসুক পারভেজ, আব্দুস শহীদ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব জয়ন্ত ব্যানার্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের লোকজন প্রমুখ