ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. রাজনীতি
  4. সারা বাংলা

সুনামগঞ্জের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করুন———–এম এ মান্নান এমপি।

প্রতিবেদক
নিউজ ভিশন
১৩ ডিসেম্বর ২০২০, ৭:৪২ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে সংবর্ধনা প্রদান এবং সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত সুধী সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন পরিকল্পনা মন্ত্রী হাওররত্ন আলহাজ্ব এম এ মান্নান এম পি।

তিনি বলেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু উন্নয়ন আর উন্নয়ন। তাই আমরা উন্নয়নে বাঁধা না দিয়ে সরকারকে সহযোগিতা করি। আমাদের অনেক উন্নয়ন প্রয়োজন। এই সরকারের আমলেই আমরা এগিয়ে যেতে পারব। আমি সুনামগঞ্জের উন্নয়নে আপনাদের সাথে আছি এবং থাকব।

তিনি আরো বলেন,শিক্ষায় অনগ্রসর সুনামগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনজর সবসময় রয়েছে। সুনামগঞ্জ আর অবহেলিত থাকবেনা। সুনামগঞ্জের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে আমাদের প্রধানমন্ত্রী খুবই আন্তরিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন।

হাওর জনপদের উন্নয়নের স্বার্থে সরকারকে আন্তরিকতার সাথে সমর্থন ও সহযোগিতা করতে সকলকে আহ্বান জানান তিনি।

শনিবার দুপুর ২ ঘটিকায় শহরের হাউজিং স্ট্রেট মাঠে সুনামগঞ্জ জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের আয়োজিত সুধী সমাবেশে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট এর সভাপতিত্বে সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী হাওররত্ন আলহাজ্ব এম এ মান্নান এম পি এসব কথা বলেন।
জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম,
সহ সভাপতি এড, অবনী মোহন দাশ,
সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন, মুক্তিযোদ্ধা আলী আমজদ,অ্যাড হুমায়ুন মঞ্জুর চৌধুরী,সাবেক সংসদ সদস্য ও প্রেসক্লাবের সভাপতি শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, পরিমল কান্তি দে,শামীম আহমদ চৌধুরী। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এসময়,আরো উপস্হিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোমেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রুকন,জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

157 Views

আরও পড়ুন

টঙ্গী সরকারি কলেজে বদর দিবস উপলক্ষে ছাত্রশিবিরের কুরআন বিতরণ ও আলোচনা সভা

শান্তিগঞ্জে এম এ সাত্তারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল –।

উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে চকরিয়ার বিএমচর ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি

বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

গাজীপুরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গণ-ইফতার মাহফিল সম্পূন্ন।

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

শান্তুিগঞ্জে ফতেপুর যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ চৌধুরী আর নেই, দাফন সম্পন্ন

বিশ্বম্ভরপুরে বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ চৌধুরী আর নেই, দাফন সম্পন্ন

চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের দক্ষতা অর্জন ও মানোন্নয়ন শীর্ষক সভা ও ইফতার মাহফিলে প্রেসক্লাব নিয়ে বৃহত্তর ঐক্যের ডাক