সিলেট সিটি প্রতিনিধি :
অবশেষে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সম্মেলনের এক দিন পর কেন্দ্র ও জেলার নেতারা মিলে এই নাম ঘোষণা করেন।
সদর উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন। এর আগে এই পদে ছিলেন মফিজুর রহমান বাদশা।
সাধারণ সম্পাদক হয়েছেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়া। এর আগে এই পদে ছিলেন নিজাম উদ্দিন।
সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।
গত রবিবার সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে কেন্দ্র ও জেলার নেতারা সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার প্রস্তাব দেন। কিন্তু কাউন্সিলররা নেতাদের এই প্রস্তাব প্রত্যাখান করলে সম্মেলন পন্ড হয়ে যায়। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা ছাড়াই শেষ হয় সম্মেলন।
সম্মেলনের একদিন পর সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-১ আসনের সংসদ সদস্য সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে পরামর্শক্রমে কেন্দ্র ও জেলার নেতারা শীর্ষ এ দুই পদে নাম ঘোষণা করেন