ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

সাবেক এমপি হামিদুর রহমান আযাদ’র পিএইচডি ডিগ্রি লাভ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ৩:২৪ পূর্বাহ্ণ

Link Copied!

নিজন্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

জানা গেছে- চলতি বছরের গত ১২ মার্চ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৪৭তম সভা এবং ২৬ মার্চ ২০২৫ অনুষ্ঠিত ৫৬০ তম সিন্ডিকেট সভায় হামিদুর রহমান আযাদ এর পিএইচডি ডিগ্রি অনুমোদন করেন।

এর আগে ২০১৯ সালে এ নিয়ে সেমিনার করা হলেও তৎকালীন আওয়ামীলীগ সরকার তাঁকে ডিগ্রি প্রদান থেকে বিরত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ প্রয়োগ করে বলে জানা গেছে।

হামিদুর রহমান আযাদ ১৯৬৫ সালের ১ ডিসেম্বর কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা ক্বারী আবদুস সালাম ও মাতার নাম আদিমুন্নিছা। তিনি ১৯৯৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি চার মেয়ে সন্তানের জনক।

তিনি ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করার মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। পর্যায়ক্রমে তিনি ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি, ঢাকা মহানগরী সভাপতি এবং সর্বশেষ কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পরে তিনি ১৯৯৫ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বর্তমানে তিনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যের দায়িত্ব পালন করছেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে হামিদুর রহমান আযাদ অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সাংসদের পাশাপাশি তিনি নবম জাতীয় সংসদে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একজন লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। এ পর্যন্ত তার লেখা ৪টি বই প্রকাশিত হয়েছে। হামিদুর রহমান আযাদ ছাত্রজীবন থেকে নিয়মিত লেখালিখি করে আসছেন পত্রপত্রিকায়। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে- দুঃশাসনের পঁচিশ বছর, আমাদের দাওয়াত ও গণভিত্তি রচনা, আল্লামা সাঈদী (রাহি.) একটি সোনালি ইতিহাস, উপকূলবাসীর উন্নয়ন ভাবনা।

তাছাড়া প্রকাশিতব্য বইয়ের মধ্যে রয়েছে- উপমহাদেশের রাজনীতিতে ইসলামপন্থিদের ভূমিকা, বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে জামায়াতে ইসলামীর অবদান, দাওয়াতে দ্বীনের নান্দনিকতা ও কর্মকৌশল, ইসলামী সমাজ বিনির্মাণে গণভিত্তি রচনার পদ্ধতি, দ্বীনের পথে ত্যাগ-কুরবানি, ইসলামী পুনর্জাগরণ যুগে-যুগে ও দেশে-দেশে, চার দেয়ালের কান্না প্রভৃতি।

এদিকে ১৯৯৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সংরক্ষনের ভূমিকা রাখতে গিয়ে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার ও গ্রেফতার হন। ছাত্রজীবনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে গুরুপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ২০০০ সালে আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের ২ বার মারাত্মক আহত ও গুলিবিদ্ধ হন। রাজনৈতিক কারণে তিনি বহুবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হন।

455 Views

আরও পড়ুন

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নগদ সহায়তা দিলেন এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন