ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
  1. সর্বশেষ
  2. রাজনীতি
  3. সারা বাংলা

শেরপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর শেরপুর জেলা শহরের শহীদ বুলবুল সড়কে উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, সদর যুবলীগ, পৌর যুবলীগ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল সহকারে উন্নয়ন ও আলোচনা সভায় যোগদান করেন।

পরে শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. আসাদুজ্জামান দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

এ সময় তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে। ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

একই সাথে মো. ছানুয়ার হোসেন ছানু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে শেরপুর জেলার উন্নয়ন আরো গতিশীল করার লক্ষে নৌকা প্রতীকে মনোনয়ন চান। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হলে এই আসনের সবধরনের উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। শেরপুর সদর উপজেলার মানুষ এইবার পরিবর্তন চায়, তা বুঝতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, শেরপুর জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি মো. মোসাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত দে ভানু, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নি সহ জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, সদর যুবলীগ, পৌর যুবলীগ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

82 Views

আরও পড়ুন

সভাপতি জাহিদ,সাধারণ সম্পাদক বুলু
হাকিমপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মোমবাতির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৬

মহেশখালী পৌরসভার মোহাম্মদ জাবেদ সড়ক দূর্ঘটনায় নিহত, এলাকা জুড়ে শোকের ছায়া

চকরিয়ায় পারভেজ বাবু হত্যা মামলার আসামি ইউছুপ বগুড়ায় গ্রেফতার

চকরিয়ায় বিদ্যুৎ তারের সংস্পর্শে মহিলার মৃত্যু

চকরিয়ার নবাগত ইউএনও মোঃ ফখরুল ইসলাম

ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও ওস্তাদজী’র সমঝোতা স্মারক স্বাক্ষর

পানিতে ডুবে শিশুর মৃত্যু

খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৯৭১ এর এই দিনে শত্রুমুক্ত হয়েছিলো নোয়াখালী

রামুতে বন্যহাতির আক্রমণে আহত ২ : আতঙ্কে আছে পুরো এলাকাবাসী।

নোয়াখালীতে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশন সিলগালা

সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত ইউএনও’র যোগদান