ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

শেরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৩, ১:৪৭ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন শুক্রবার বিকেলে জেলা শহরের থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার থেকে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি’র নেতৃত্বে ওই র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ৫ সহস্রাধিক দলীয় নেতা-কর্মী অংশ নেন।

র‌্যালি শেষে শহরের থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি’র সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে হুইপ আতিক বলেন, আওয়ামী লীগ এশিয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমেই ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ অনেক প্রগতিশীল আন্দোলন সংগ্রামে সফলতা এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ এদেশকে স্বাধীন করেছে। আর তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নয়ন-অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশকে এখন তিনি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে কাজ করছেন। কাজেই দেশী-বিদেশী যত চক্রান্ত-ষড়যন্ত্রই হোক না কেন, শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে এবং আগামী দিনে তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান।

এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।

ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ ফখরুল মজিদ খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু, বশিরুল ইসলাম শেলু, সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য আসাদুজ্জামান রওশন, এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, ডা. এম এ বারেক তোতা, ডা. এটিএম মামুন জোশ, আলহাজ্ব দুলাল মিয়া, আব্দুল্লাহ আল মামুন, শামীম হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, আরিফ রেজা, কোহিনুর বেগম বিদ্যুৎ, বিনয় কুমার সাহা ও বেলাল হোসেন, সাবেক নির্বাহী সদস্য আবুল হাশেম ও শফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডা. আব্দুস সালাম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। ওইসময় জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

318 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্হায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতির শুভ উদ্বোধন

বোয়ালখালীর দক্ষিণ কড়লডেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব

সিওয়াইবি’র বুটেক্স শাখার নেতৃত্বে রাফি–সৌমিক

সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর আসনে প্রার্থীতা ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার হোসেন

৬ ডিসেম্বর ২০২৪ জেলা দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নকলায় পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ৪

ইউ‌নিট সভাপ‌তিকে মামলাসহ হয়রানীর প্রতিবা‌দে সমা‌বেশ অনু‌ষ্ঠিত

কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে মাদরাসা শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

অপহৃত কলেজ শিক্ষার্থীর মরদেহ মিললো প্রেমিকার প্রেমিকের বাড়ি, গ্রেফতার ৩

শান্তিগঞ্জ উপজেলা সুজন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পলাশে রাস্তার ইট তুলে দেয়াল নির্মাণ

উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত