সাত্তার সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
খেলাধুলা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে, মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন লোহাগাড়া উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এম ইব্রাহিম কবির
২৪ আগস্ট (বুধবার) সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় খেলাধুলার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খেলাধুলার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসকে সামশুল আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহিদুল কবির সেলিম, অর্থ সম্পাদক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান মিজান, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, লোহাগাড়া শাহপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বকর, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, শিক্ষিকা স্বপ্ন দেবী, ইফতেখার আজম টুটুল, চিশতি ও সাজ্জাদ প্রমূখ।