|| রাঙামাটি প্রতিনিধি ||
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, একটি স্বাধীন দেশের জন্য নতুন করে মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা কখনো সম্মানজনক নয়। কার স্বার্থে তারা বাংলাদেশের মানুষকে অপমানিত করা হচ্ছে, তা বোধগম্য নয়। এ ভিসানীতির অন্তরালে যদি কোন ষড়যন্ত্র বা কোন দুরভিসন্ধি থাকে, তাহলে বাংলাদেশের জনগন তা হতে দেবে না। রাঙামাটির আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে রোববার (২৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগ’র তৃনমূল প্রতিনিধি সন্মেলনে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।
রাঙামাটির ক্ষুদ্র নৃ গোষ্টির ইনিস্টিউট প্রাঙ্গনে
আওয়ামী লীগ সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি’র সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত তৃণমূল কর্মী সন্মেলনে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকারের অর্জনসমূহ দেশের জনগনের কাছে তুলে ধরতে হবে। তাহলে সকল ষড়যন্ত্র নস্যাত হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, বিদেশিদের বক্তব্য এবং বিএনপি জামাতের সরকার বিরোধী আন্দোলনের নামে নির্বাচন বাঞ্চলের যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করতে আওয়ামী লীগ’র তৃণমূল নেতাকমীদেরকে প্রস্তুুত থাকার জন্য আহবান জানানো হয়।
তৃণমূল কর্মী সন্মেলনে রাঙামাটি আওয়ামী লীগ’র নেতৃবৃন্দ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ রাঙামাটি পার্বত্য আসনে বর্তমান সংসদ সদস্য দীপঙ্কর তালুকদারকে পুনরায় মনোনয়ন দেয়া উচিৎ । তারা দলীয় প্রার্থী দীপঙ্কর তালুকদার’র পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেয়।
স্থানীয় নেতারা বলেন রাঙামাটিতে দীপংকর তালুকদারের কোন বিকল্প নেই । পাহাড়ে ৪ টি সশস্ত্র সন্ত্রাসী দলের অস্তিত্ব রয়েছে উল্লেখ করে তৃণমূল নেতৃবৃন্দরা বলেন, রাঙামাটিতে সুষ্টু নির্বাচনের প্রধান অন্তরায় পাহাড়ের অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীরা। তাই নির্বাচনের আগেই পাহাড়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করার দাবী জানান নেতাকর্মীরা। রাঙামাটি জেলা আওয়ামী লীগ’র উদ্যোগো রোববার অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে প্রায় ৫ হাজার দলীয় নেতাকর্মী তৃণমূল অংশ গ্রহন করে।
তৃণমূল সম্মেলনে রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি’র সভাপতিত্বে বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খানম এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর।