মোস্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অকাল মৃত্যুতে দিনাজপুরের হিলিতে একদিনের শোক কর্মসুচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাকিমপুর উপজেলা ও পৌর শাখাসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাহিলি বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আজ বুধবার সকালে দলীয় পতাকা অর্ধনমিত ও কালোপতাকা উত্তোলন করা হয়। পরে নেতা কর্মীরা কালো ব্যাজ ধারন করেন। এর পরে নিহতের রুগের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, বিএনপি নেতা কামাল হোসেন, আলী হোসেনসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০