ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

বিএনপির আন্দোলন ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্য –কাজল

প্রতিবেদক
নিউজ এডিটর
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ণ

Link Copied!

ওমর ফারুক বুলবুল, কক্সবাজার :

কক্সবাজার সদর- রামু ও ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দখল, লুণ্ঠন, দুর্নীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগের ইতিহাস দেশবাসী জানেন, এ ইতিহাস পরিবর্তন করা যাবে না। দেশবাসীকে সঙ্গে নিয়ে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

তিনি বলেন, বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এ আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, খালেদা জিয়ার মুক্তি ও নিত্যপণ্যের মূল্য কমানোর আন্দোলন।

সরকার দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করায় সাধারণ মানুষ এখন দিশাহারা। কিন্তু এই ব্যর্থ, লুটপাটকারী সরকারের তাতে ভ্রক্ষেপ নেই। বাজারে দাম বাড়িয়ে নিজেদের পকেট গরম করছে। গণতন্ত্র হত্যাকারী এই ভোটারবিহীন সরকার যত দ্রুত বিদায় নেবে, ততই দেশের মানুষের জন্য মঙ্গল হবে। এটা দেশবাসী বুঝে গেছে। বিএনপির আন্দোলন এখন জনতার আন্দোলনে রূপ নিয়েছে। তিনি শীঘ্রই সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহব্বান জানান।

আজ ২০ ফেব্রুয়ারী সোমবার রামু উপজেলা বিএনপি আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা।

উপজেলা বিএনপির সভাপতি মুক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর, জেলা কৃষক দলের আহবায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মফিদুল আলম চেয়ারম্যান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, মাসুদুর রহমান মাসুদ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন, রামু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, জয়নাল আবেদীন বাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব শরীফ উদ্দিন বাবুল, জেলা যুবদলের সহ সভাপতি জাবেদ ইকবাল, ফতেখাঁরকুল বিএনপির সভাপতি আব্দুল করিম সওদাগর, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফরিদ, জোয়ারিয়ানালা সভাপতি গোলাম কবির, দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, চাকমারকুল বিএনপির সভাপতি শাহ আলম, ঈদগড় ডাঃ ইব্রাহীম বাবুল, রসিদ নগর মুসলেম উদ্দিন চৌধুরী, কচ্চপিয়া ছৈয়দ আলম, গর্জনিয়া আব্দুল আলিম, কাউয়ারখোপ এনামুল হক, রাজারকুল আব্দু রহিম, সাধারণ সম্পাদক যথাক্রমে, মুহিবুল্লাহ চৌধুরী, ফরিদুল আলম, তৈয়বুল্লাহ চৌধুরী, নাসির উদ্দিন, শফিকুর রহমান, মাইমুনুল হক মামুন, আফসার কামাল মেম্বার, দানু মিয়া, আহাম্মদ সৈয়দ ফরমান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নায়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুল আলম, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনসারুল হক, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির আলম, সদস্যসচিব তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ শ্রমিকদলের আহবায়ক জহেদুর রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক হালিমুর রহমান মিয়াজী, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম,
ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম, সদস্য সচিব আবছার কামালসহ ১১ ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

175 Views

আরও পড়ুন

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজন খুনঃ আটক ৪

জামায়াত বৈষম্যমুক্ত ও ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়-মাওলানা আবদুল হালিম

“মন করিডোরে আলোর মিছিল ” মানুষের হৃদয়ের কথা বলে – মো. ইলিয়াস

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশের ভবিষ্যত কেমন হবে?

চকরিয়ার মজিদিয়া মাদরাসায় মাটি চাপা দেওয়া সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম ফলক ৩দিনের মধ্যে পূণঃস্থাপনের নির্দেশ ইউএনও’র

শান্তিগঞ্জে নাইন্দারপাড় বিএনপি’র পক্ষ হইতে প্রবাসী নেতাকর্মীদের গণ সংবর্ধনা

ডা. এ জেড এম জাহিদ
‘৪৭ না হলে ৭১ হতো না, ৯০ না হলে ২০২৪ সালের ৫ আগস্টও হতো না’

৬ ডিসেম্বরের দ্বি-বার্ষিক সম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

মিজানুর রহমান ভূঁঞা শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান

শান্তিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্হায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতির শুভ উদ্বোধন

বোয়ালখালীর দক্ষিণ কড়লডেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব

সিওয়াইবি’র বুটেক্স শাখার নেতৃত্বে রাফি–সৌমিক